মাজার ভাঙে পাঁজর ভাঙে
ভাঙে ওলির মন,
কাঠ মোল্লাদের ভণ্ড দেশে
কেমনে থাকি কন ?

পূজোর মণ্ডপ ঢোলক বাজে
শর্ত আছে বাকি,
সাম্প্রদায়িক লোক দেখানো
শুভঙ্করের ফাঁকি!

ফকির-জিকির গাঞ্জা টানে
ওরা লালে টান,
দিনের শেষে গায় যে সবাই
একই খোদার গান।

স্বাধীন বলি, সুদিন বলি
এতো স্বাধীনতা নয়,
স্বাধীন মানে দেশটা আমার
করব না রে ভয়।

মেরিল্যান্ড, সেপ্টেম্বর ১৪/২৪