দেয়াল ঘড়ি থমকে গেছে
টাইম লাইনে আজ জমছে জং
মুখোশ পড়া চেনা মানুষ
নিত্য বদলে নতুন রং!
স্কুলের বেঞ্চে পাশাপাশি
ছুটির শেষে কোলাহল,
প্রাচীর ঘেরা আমিত্ব আজ
স্বার্থপরের দল-বদল!
গল্প-আড্ডা শেষ বিকেলে
চায়ের কাপে চেনা সুর,
বাস্তবতার স্বপ্নগুলো কেন
কক্ষ পথের বহুদূর?
এ পথ ধরে চলি আমরা
ঐ পথ ধরে চলিস তুই,
কাল যে ছিলাম এক শ্লোগানে
কথায়-কাজে কেহ নই!
মেরিল্যান্ড এপ্রিল ১১, ২০২৪