নদীর, ওপাড়ে ঘর
বসত নিচু জমি,
উঁচু-নিচু সমান্তরাল
কত জনই বা জানি!

সাঁওতালি মেঠো পথে
হাড়িয়ার টানে,
নিশি রাতে কালো মুখ
গেঁথে ছিল প্রাণে।

শরতের ফুটু চালা
ভেসে আসা আলো,
কবিতার শিরোনামে
আঁকা হয়ে ছিল।

পোটোম্যাক নদে বসে,
সবুজের সাঁজে,
"দুলার মিয়ান আম"
ক্ষণে কানে বাজে।

মেরিল্যান্ড, অক্টোবর ০১/২৪