জলের উপর ঢেউ যে ছিল
পদ্ম পাতায় বসবাস,
তোমার চোখে দহন ছিল
ভর দুপুরে সর্বনাশ!
কদম ফুলে মাতাল হাওয়া
বর্ষা বিলে নিমন্ত্ৰণ,
দ্রৌপদী নয় পঞ্চপাণ্ডব
পারবে হতে আপনজন?
নীলাভ শাড়ি আকাশ ভেদে
হৃদ মাঝারে অচিনপুর,
বিনোদিনী-মায়া মৃগের
মিশ্র লয়ে বাঁশির সুর।
উষ্ণ কথায় প্রশ্ন বাড়ে
ভার্চুয়ালে বিজ্ঞাপন,
কৃষ্ণ বিনে হয় রাধা?
অলিখিত প্রজ্ঞাপন।