লাল ঘুড়িটা উড়ে উড়ে
নীল আকাশের গায়,
ভাবছে হেসে লাটাই তোমায়
নিচেই শোভা পায়।

লাটাই ঘুরে-লাটাই বলে,
দম্ভ করো নাকো!
সুতোর বন্ধন দিলেম কেটে
এবার নিচে থাক!

অবস্থানটা পাল্টে যখন
ভুলের বাসা বাঁধি,
মনের কোনে জন্মে তখন
অহংকারের ব্যাধি।

সঙ্গে যাহা, তাহা তুমি
বাকি সবই ফাঁকা,
দৃষ্টিভঙ্গি পাল্টে দেখো
জীবনটা নয় বাঁকা।

মেরিল্যান্ড মে ২৭,২০২৪