কাকের মাংস কাকে খায়না
কবি সংঘে তাই,
বোদ্ধা ভাবা কবিগুলো
কারোর পাশে নাই!

কবি কবি হয় না মিলন
সতীন সতীন ভাব,
সুযোগ বুঝে মুরগী কবির
ভাঙ্গবে মাথায় ডাব!

নতুন বইয়ের গন্ধ শুকে
নতুন কবির বুক,
সৃষ্টি কর্মে নাক ছিটকাবে
বাড়ছে যে ধুকধুক!

সয়ে গেছে, বয়েই গেছে
বলুক নানান কথা,
মগজ ভেদে আসবে নতুন
ওদের বাড়ুক ব্যথা ।

মেরিল্যান্ড জুন ২,২০২৪