গড়ছে এ'জন ভাঙছে সে'জন
সদা, দ্বন্দ্বে পরে যাই,
ভাঙারী আজ ঐ জেগেছে
তবে, বেঁচে থাকাই দায় !
কাল যে ছিল বন্ধু আমার
এখন, শত্রু-ডাকাত ভাব,
রাজনীতিতে চোর-চুট্টায়
দেখ, খাচ্ছে পরের ডাব!
তুমি না হয় অতি চালাক
কিন্তু, আমি বোকা নই,
তোমার ডাবের গাছে ওঠার
বুঝলে, আমার আছে মই!
সময় গেলে সময় আসে
বন্ধু, তুমি আসবে বার,
ধর্ম নয়রে, কর্মে জীবন
দেখব, খোদার জমিন কার?
মেরিল্যান্ড, আগষ্ট ১২/২০২৪