রুগী গেছেন হাসপাতালে
ডাক্তার সাহেব কই?
দালাল চক্র বারান্দাতে
পড়ছে ব্সে বই।

নার্স  আফা টিকটক করে
স্যালাইন আগেই শেষ?
প্রেসক্রিপশনের আকার দেখে
পকেটে  নাই ক্যাশ!

দালাল বলেন কানে কানে
যদি বাঁচতে চান?
আমার সাথে চলেন আজই
রক্ষা পাবে প্রাণ।

রুগী এখন অন্য বেডে
ভিন্ন পরিবেশে,
চোখের কোনে দুঃখের পানি
আয়া যাচ্ছে হেসে।

এমন দৃশ্য  হরহামেশা
বাড়ছে দিনে দিনে,
টাকা দিয়ে নিত্য মানুষ
মৃত্যু  আনছে কিনে!

রুগী এখন পরপারে
শুন্য ভিটে-বাড়ি,
বীনা সেবায় গরীব মেরে
ওরাই কিনছে গাড়ী!