দিনু আমার দিনু
'এক পয়সার কাজল' না হয়
আমার জন্য কিনো!
ওগো দিনু আমার দিনু!

আচিক পাড়ায় সন্ধ্যা নামে
আমি একলা ঘরে রই ,
হান্ডি পাবে হাড়িয়ায় মজে
এসো মনের সুপ্ত কথা কই।
পাশের ঘরে কাকী চেঁচায়
কেডা রে, কেডা কথা কয়?
হাসে দিনু, আমি মনে একটা কথাই  কই,
দিনু আমার দিনু
'এক পয়সার কাজল' না হয়
আমার জন্য কিনো!
ওগো দিনু আমার দিনু!

নেশার ঘোরে ছিলে তুমি
ছিঃ ছিঃ হাবাজাবা কথা,
আমি শুধু কাব্য বুঝি
বুঝি না, ইশারার ছাতা-মাথা!
হাতটি ধরে চিমটি দিলে
উহ! কি যে পেলাম ব্যাথা!
হাসে দিনু,আমার মনে একটাই কথা গাঁথা,
দিনু আমার দিনু
'এক পয়সার কাজল' না হয়
আমার জন্য কিনো!
ওগো দিনু আমার দিনু!

কাব্য রাজ্যে দেখা হলো
মুখটা লাজুক ভাবে,
কানে কানে কাব্যিক ছলে
বললে হিস্! কিছু খাবে?
লজ্জা মুখে লবির কোনে
খাব! বুঝেছে দিনু হাবেভাবে!
হাসে দিনু, আমার মনে একটা কথাই  তবে,
দিনু আমার দিনু
'এক পয়সার কাজল' না হয়
আমার জন্য কিনো!
ওগো দিনু আমার দিনু!

চলে গেলাম কালকে আমি
রেখে গেলাম বই,
পড়বে তুমি, অন্য ঘরে
কেউ করবে যে হইচই।
বলবে তুমি, এই যে বেডি
বাজছে মুখে খই।
তাতে কি? হৃদয় ঘরে ওঠে এসো
রাখছি পেতে মই!
হাসে দিনু, আমি মনে একটা কথা কই,
দিনু আমার দিনু
'এক পয়সার কাজল' না হয়
আমার জন্য কিনো!
ওগো দিনু আমার দিনু!

মেরিল্যান্ড, সেপ্টেম্বর ০৩/২৪