ভূমিকম্পে কাঁপছে বাড়ি,
দুলছে বারে ভীরু মন,
ঘরের ভিতর তুমি-আমি
দিব্যি আছি সারাক্ষণ!
কাল বৈশাখী হানছে আঘাত
করুণ-মায়া দুটি চোখ,
নির্ভয়ে আজ ঘুমিয়ে থাকো
চির চেনা প্রিয় মুখ!
চৈত্র দিনে জল পুড়ে যায়
হাত জ্বলে যায় খড়তাপে,
না হয় দু'জন মন ভেজাবো
শেষ বিকেলের চা-কাপে।
মেরিল্যান্ড ৫,২০২৪