খুশির ভেলায় ভাসছি আমি
দুঃখের পাড়ে তুই,
পুড়া বাড়ি ঘুমায় ওরা
আমি চেয়ে রই!

সেদিন ছিলে বন্ধু তুমি
এক থালাতে ভাত,
ঢাকের তালে সিঁদুর খেলায়
কেটে গেছে রাত।

ধর্ম ছিল কর্ম মাঝে
কোথায় ভেদাভেদ?
চব্বিশ সালে ধর্ম-গুণে
শুধুই ব্যবচ্ছেদ!

খুঁজেন কারা কালী মন্দির?
দেশ ভাগিদার দল,
কথায়-কর্মে ধর্ম- বিচার
খান সেনাদের মল!

মেরিল্যান্ড, নভেম্বর ২৯/২৪