ধর্মান্ধদের গোপন আখড়ায়
ধর্ম নিয়ে বাড়ছে লড়াই,
পদ চুমে ভন্ড বাবার
জিকির তুলে করছে বড়াই!
খোদার ঘরে বিরান ভুমি
প্রশ্ন আছে, উত্তর জানি,
দ্রত ফলের লাভের আশায়
গৃহত্যাগী নানা নানী!
কারা ওরা ধর্মের নামে
থালা ভরা দুধে আমে,
যীশু নামের ভেলকী দেখায়
আমার-তোমার ডানে-বামে!
পিতার ঘরে যাজক একা
এসো পাপি কর দেখা,
পাপ কালিমা লাঘব পেতে
ভালবাসার মেলো পাখা।
মেরিল্যান্ড জুন ৩,২০২৪