ধর্ম নিয়ে বাড়াবাড়ি
কর্ম জ্ঞানের খবর নাই,
ঠোঁটের অগ্রে ধর্ম নয় রে
চেঁচাস কেন অযথায়?
ঘুষ খাচ্ছিস, চুরি করছিস
মদের বারে আহারে,
ভেজাল দিয়ে লাগেজ কেটে
পকেট ভরে হা হা রে!
ধর্ম এতো ঠুনকো নয় রে
ধর্ম থাকবে অন্তরে,
ধর্মান্ধতার অবসান হোক
ভন্ড থাক দূর প্রান্তরে।
সব ধর্মের একটি বাণী
সৎ জীবনে স্বর্গবাস,
সত্য কর্মে ধর্মের বাসা
অসৎ কর্মেই সর্বনাশ!
মানবতার অবতারে
ধর্ম দিয়ে নয় বিচার,
মানব ধর্মের পক্ষে বলি
নিপাত যাক সব অনাচার।
মেরিল্যান্ড এপ্রিল ২৩,২০২৪