সম মনা সম জন
খুঁজতে হবে আজীবন,
বৃথা সময় নষ্ট করার
আর কি হবে প্রয়োজন?

গল্প বইয়ে জীবন আমার
তোমার কাছে কবিতা,
তাই বলে কি বলব খারাপ
বলব এই সব  ভণিতা?

তেঁতো কথা হজম করি
সহে না কেন তোমার ভাই,
মিল-অমিলের গ্রামে-গঞ্জে
দৃঢ়ভাবে বাঁচতে চাই।

ভিন্ন মানুষ, চিন্তা ভিন্ন
হোক না তর্কের স্রোত-বান,
ছাড়তে হবে, চলতে হবে
তবে হবেই সমাধান।

মেরিল্যান্ড জুন ৩০,২০২৪