বলতে চাই আমি বার বার
একটি চির সত্যি কথা,
হৃদয়ে মম রয়েছে তব
'আমার সোনার বাংলা'র কথা।
বট বৃক্ষের ছায়া তলে আজি
কে-ই বা রোপেছে কবে,
ধ্যানী তোমার মনন জ্ঞানে
ঘুম ভেঙেছে কেন সবে?
শিক্ষার মাঝে নয় রে দীক্ষা
জ্ঞানে হয় না রে জ্ঞানী,
চোখের ভিতরে চোখের ছায়া
জেনেও জানি ভাই আমি!
ধর্ম দিয়ে তোদের পরিচয়
আমি সদা কর্ম-মর্ম,
রক্ত বিভেদ করো তো দেখি
শনাক্ত করো তো কার ঘর্ম?
মেরিল্যান্ড, সেপ্টেম্বর ০৪/২৪