কবির হাতে কলম ছিল
মাথায় ছিল গদ্য
ভুল বানানের মালা গাঁথা
আদি থেকে অদ্য।
ছন্দ মাত্রার তালে তালে
দাড়ি কমায় আবাসন,
অকবিদের স্বর্গরাজ্যে
বোদ্ধা কবির নির্বাসন।
বাক্য গঠন ঠন্ ঠনঠন
দীর্ঘ লাইনে ক্লান্ত মন
শুদ্ধ কাব্যে ঋদ্ধ কবি
যাচ্ছে চলে আপন জন।
আলু পটল জিরা মসলা
কবির হাতে রেসিপি
অকবিতার চিপায় চাপায়
কারা ওরা ঢালছে ঘি?
দিন যে গেলো সন্ধ্যা হলে
কাব্য রাজ্যে হাহাকার,
সেকাল একাল দেখা হলো
এসব ভুলের দায়টা কার?
০৩/১৬/২০২২
সিলভের স্প্রিং