বই ভাঙার মহোৎসবে
নীরুর হাতে বাঁশের বাঁশি,
দেশটা জুড়ে বক্ষ-ব্যাধি
দেশ প্রেমীদের কাশা-কাশি।

কুকুরওলা পদ্য লিখে
আসছে ছুটে গোলাপজান,
কচলা-কচলি সেফলি দেখে
কেউ হেসে দেয়, কেউ অজ্ঞান!

অপারেশন ডেভিল হান্টে
ডেভিল চিনেন কবিরাজ,
কুফরী-কালাম, যাদু-মন্ত্রে
সিংহাসনে সুদ ধান্ধাবাজ!!

ফেব্রুয়ারি/১১/২০২৫