(প্রিয় স্বর্গীয় দিলীপ গ্রেগরী'কে)
বাণী দিপ্তীর শব্দহীনা রেকর্ডিং ঘরে;-
নিত্য দিন তোমার কণ্ঠ ভেসে বেড়ায়,
ক্ষণজন্মা শিল্পী তুমি বাস স্বর্গপুরে ,
দেখি তোমা খোলাকাশে উজ্বল তারায়।
গানের ডোরে বেঁধেছিলে লক্ষ জনতা,
মুগ্ধ হয়ে শুনি তব সুরের ঝ্ংকার,
আজিকে প্রভুর ভজনালয়ে প্রিয়তা
গানের কারিগর হে বন্ধু সুরকার।
ধ্যানে-জ্ঞানে ছিলো গান, ছিলো আরো সুর;-
আনন্দ-পরিবার খুশিতে ভরপুর,
কে জানিতো হৃদয়ে দুঃখ আচিনপুর!
না বলে চলেই গেলে আজ বহুদূর?
শ্রোতার হৃদয় কোনে তোমারই গান,
গানের ভুবনে তুমি জেগে থাকা প্রাণ।।
০৮/২৯/২০১৪