তোমার হাতে আমার একলা দুপুর।
অগণিত সুখ ভোগের বৃক্ষপল্লব সবুজারণ্যে
বৃষ্টিভেজা-শিশির সিক্ত মুগ্দ্ধ রৌদ্রস্থানে
সুধা বিলায় জোড়া শালিকের রোমাঞ্চিত সময়ে।
এক পশলা ছায়ার পরশে নবীনা মন
কাছাকাছি, মাতামাতি জীবন স্বপ্ন বুননে।
সময়ের ক্রন্দনে ক্যালেন্ডারের পৃষ্ঠা বদলায়,
চলে যায় শেষ বিকেলের আলো ঘড়ির কাঁটায়,
যৌবনা মন ধরে রাখার প্রত্যয়ে বৃক্ষপল্লব
বাতাসের সখ্যতায় দে দোল দে দোল রবীন্দ্র ভজনে
কিছুটা সুখ না হয় থাকুক জমে মনের শিরায়!
একদিন সন্ধ্যা ফুরায়, গতরে প্রবীণা তেজ,
সময়ের প্রয়োজনে অগ্নিবর্ণে দেহ,
অতঃপর,
ধূলি কণায় উড়াউড়ি-গড়াগড়ি
পদতলে নির্বাসন!
ডিসেম্বর ৯, ২০১৮, মেরিল্যান্ড