সোনালী দুপুর, সবুজে ঘেরা আমাদের ছোট ভুবন,
দুঃখ-কষ্ট ছুঁড়ে ফেলে, বন্ধু হাসির রাজ্যে তোমায় নিমন্ত্রণ।
অরণ্য মাঝারে, উল্লাস যৌবনে  হেসে খেলে বাঁচি,
আনবিলিবল-পাখিদের কোলাহল-আমরা 'চলে আইচি।'

১. গ্রীষ্মের খড়তাপে আঙিনায় জমে থাকা প্রবাসী মাটি,
    সবুজ ফসল ভরা শিশির ঘাসের পরে দু'জন করি হাঁটাহাঁটি।
    পাখির সাথে সখ্য গড়ি, সব্জিকে শুনাই ভৈরবী গান,
    শখের নেশার ঘোরে, স্বযতনের পাতায় আমার-তোমার প্রাণ।
  অরণ্য মাঝারে, উল্লাস যৌবনে  হেসে খেলে বাঁচি,
  আনবিলিবল-পাখিদের কোলাহল-আমরা 'চলে আইচি।'

২. রোজ সকালে ঘুঘু পাখি আমায় বলে কানে গানে গানে,
    বিশ্ব ভরে দাও কাননে কাননে, বিনময়েসুবাতাস ভরবে প্রাণে।  
    ঘুম থেকে উঠরে, একসাথে বলো রে নেই দুখ শুধুই হাসি
     তাক ধিন ধিনা তাক, সারেগামা বলে সবে 'চলে আইচি।'  
অরণ্য মাঝারে, উল্লাস যৌবনে  হেসে খেলে বাঁচি,
আনবিলিবল-পাখিদের কোলাহল-আমরা 'চলে আইচি।'  

জুলাই ১৯,২০২৩
সিলভার স্প্রিং,মেরিল্যান্ড