মদের রঙ্গীন গ্লাসে প্রতিচ্ছবি ভাসে,
সীমানার প্রাচীর পেরিয়ে কোন এক জানালা,
অবহেলিত কঁচি হাত, আগলে রাখা গ্রীলে
অস্পষ্ট কষ্ট রেখা চোখে
বলল,'বড্ড ভালো আছি।'
অর্ধনগ্ন নারী, মাতাল নৃত্য সেলফির খোলাকাশে
আকাশ ভেঙে কামুক জোছনার দাপাদাপি,
সদ্য কেনা গ্যালাক্সী ফোনের মেমোরিতে জন্ম নেয়া
আঠারোর প্রান্তর ডেকে বলে, 'আমি সুখ ফেরারী
ছিদ্রান্বেষণের কার্তিক নির্জন দুপুর।'
অচেনা পথে হেমন্তের পাতাঝরা সকাল,
বাতাসে উড়ে বয়সের মাদকতা,
কড়কড় মড়মড় রোদেলা তেজের আভা
সিগারেটের জলন্ত শেষাংশে অগ্নি বলয়
এক নিমিষেই পুড়ে পুড়ে অঙ্গার দেহ।
পড়ে থাকে ভস্ম নির্জনে অবহেলায়,
বৃষ্টির ধরাতলে, আজীবনের বন্ধনে।
ইথারে ভেসে আসা অবয়বে-
চেনা কন্ঠের ডাক, অব্যক্ত ইশারা
ঘন্টার পর ঘন্টা স্বপ্নবোনা, উন্মাদনা!
বয়েস মানে না হার! মানে না কাঁটাতার
স্বপ্নেরা বেঁচে থাকুক ইথারে ইথারে।
সমাজের ভেতরে সমাজ, চোখের আড়ালে ভিন্ন গ্রহ
বিশ্বাসের নিঃশাস করে আক্রমন নেমন্তন্নের দোয়ারে!
বাড়েনা ক্ষমতা কভু, বাড়ে অক্ষমতা
আমাদের দেখাবে ব'লে।
আগষ্ট, ১৬, ২০১৭