যেখানে মানবতার বৃদ্ধাঙ্গুলে-
রক্তের টিপসই,
অনামিকায় বিচ্ছেদের হাতছানি
কনিষ্ঠ আঙ্গুলের ক্ষমতার নির্ভরতা
তর্জনীর গায়ে ঘিয়ের লালসা
আর,
মধ্যমার গতরে আদিম সভ্যতা!!!

তাহলে ১৪ ফেব্রুয়ারী-
'এসো ধুয়ে জল করি পান। '

ফেব্রুয়ারী,১৪  ২০১৮