চিরুনির ফাঁকে ফাঁকে উকুন বেঁধেছে বাসা!

সঙ্গমের জোয়ারে ভাসে সফেন ডিম,
খোলস ছাড়ানো কীট কিলবিল করে
উসকু-খুসকু চুলে-মগজে,
চিন্তার চেতন যেন যায় বিগড়ে!
চলে চিরুনী অভিযানে।

অভিযান চলে সর্ষে ভুতের ভাগাড়ে,
ভূতনি নেত্ত করে কমলা ঢঙে।
হাড়িয়া খেয়ে বেসুরা গানে
অভিযাত্রী পুরুষ! কামুক মননে!
সর্ষের গন্ধ নাকে-
পালায় সভ্য মানুষ! নেত্ত করে ভূতনী।

লংকায় রাবনের খেলা
চলছে-চলবে।

মেরিল্যান্ড, অক্টোবর ১৮/২৪