কষ্টে ভরা আগুন জ্বলে
সুখী জল তো নাই,
ধোঁয়া বরণ স্বচ্ছ চোখে
উড়ছে দুঃখের ছাই।
কপাল ভাজের বলি রেখায়
সরল টানা দাগে,
লেখা ছিল দুধে-ভাতে;
এখন ভিক্ষে মাগে!
সিলেবাসের হাজার প্রশ্ন
কমন পড়বে জানি,
অবাক লাগে; বাইদ্দ্যার মেয়ে
হয়ে গেছেন রাণী!
দুঃখের ছাইয়ে দাঁতের মাজন
দাঁত যে গেছে পড়ে,
সময় এখন দিচ্ছে ঠেলে
একা শূন্য ঘরে।
মেরিল্যান্ড, সেপ্টেম্বর ১৪/২৪