অন্ধকারের মিছিল ঘেষে  
অন্ধ সেজে পথিক দল,
বুদ্ধি বিকায় আলোক মাঠে
দেহের ওপর গভীর জল।

বইয়ের পাতায় বাংলা হরফ
চেতন মনে ভিন্ন সুর,
মধুর বাণী কাঁদায় এখন
শান্তি কপোত বহু দূর!

সময় ছিল হাতের মুঠোয়
জ্ঞান-বিজ্ঞানে বসবাস,
ইতিহাসের পাতায় এইসব
শংকা জাগা বার মাস।

আমার জমিন পরের বাড়ি
ধর্মে-কর্মে ভেদাভেদ,
অকারণে লাল সবুজের
করছে ওরা ব্যবচ্ছেদ!

মেরিল্যান্ড, সেপ্টেম্বর ৯/২৪