অদেখা মুখ, কথা ভীষণ,
ইথার ভাসে ভাবাবেগ,
বর্ষা জলে আশার ভেলা
রোদের গায়ে কালো মেঘ!
দ্বিতল ঘরে বাগান ঘেরা
একলা ঘরে নিমন্ত্রণ,
হিসেব-নিকেশ সময় খাতায়
চলছে কিসের আয়োজন?
রোবট নাকি নাইতে জানে
গাইতে জানে ভবের গান,
হরতনের গোলাম-বিবির
সুপ্ত দেহে, গুপ্ত প্রাণ।
হতেও পারে, পেতেও পারে
না হয় কথা গোপন থাক,
একলা পথিক ঘরে ফিরে
দীর্ঘ পথে নতুন বাঁক।