হয়নি বলা মনের কথা
হয়নি দেখা আর,
জন্মসূত্রে গেঁথে আছে
অবিচ্ছেদের তার!
আছি দূরে, থেকো সুখে
খড়স্রোতের জলে,
প্রতিবিম্বের ভালো থাকার
দুঃখ রেখো তলে!
স্বপ্নগুলো বেঁচে থাকুক
বাস্তবতার নীড়ে,
না হয় আমার স্বর্ণলতা
থাকবে তোমায় ঘিরে!
মেরিল্যান্ড, ২৬ মার্চ ২০২৪