তবুও প্রতিদিন উঠে সূর্য,
আকাশে স্বাধীনতার নীলতিমি
ভিতরে চাপা কষ্টের বসবাস!
মধ্যে রাতে জোনাকি পোকাদের সঙ্গম
কষ্টের ভিতরে কষ্ট
নষ্ট হয় নতুন ভোরের স্বপ্ন।
বিবেকের কাঠগড়ায় একটি বজ্রকণ্ঠ
জেলের প্রকোষ্ঠে আঠারো কোটি চোখ
তোমার স্বপ্ন বলে কথা।
শ্বেত পাথরের উপরে ধূলিকণা
ভালোবাসার আঁচলে সিক্ত বিকেলে
তোমাকে বিনম্র শ্রদ্ধা।
জাতির বিবেকে তুমি-
জাতির পিতা।
১৫ আগস্ট ২০১৮