এক পশলা বৃষ্টি মন ভিজে যায়,
মনের গলির বাঁকে হাটু জলে ভেলায়
রাজহংসীর বসবাস,উৎসুক চোখে
আনন্দ কাব্য, এই বরিষণে।
শান্ত কুটিরে করে বাস একজনা-
দেয়ালে নীলাভ আলো,
গিটারে টুং টাং আওয়াজ,
হারমোনিয়ামে-
'আজ এই বৃষ্টির কান্না শুনে...'
তবলায় কাহার্বা তালের মিতালি
তোমার কণ্ঠে সুর-লহরী
চোখে আনন্দ অশ্রু চঞ্চলা মন
ডানা মেলে আকাশে, বৃষ্টির সনে
আলতো আলিঙ্গনে। বৃষ্টির কথোপকথনে।
বৃষ্টি বলে, এই মেয়ে কত আর বারিধারা?
-তুমি আরো যত দাও!
পাগলী মেয়ে এসো তবে ঝরবো অবিরাম,
গায়ে মাখবে? কেন নিবে তুলে?
-তোমার সাথে সখ্য গড়ি, প্রেমের পরশে।
খোলা চুলে, খোলা হাওয়া
বৃষ্টিস্নাত তুমি নৃত্য নির্জন দুপুরে
'আজি ঝরো ঝরো মুখরিত বাদল দিনে'-রবীন্দ্র সনে।
নির্বাক চোখে দেখে একজন
দেখে বৃষ্টি, দেখে গাছ-পালা।
এক মুঠো বৃষ্টি নিয়ে,
বললে হেসে-
'বৃষ্টি তুমি আমার। '
ফেব্রুয়ারী ২৪, ২০১৮