তুচ্ছ ভেবে ভুলে যেও
রাঙা অভিমান,
শুদ্ধ-ভুলে মিশে আছে
দুইটি দেহের প্রাণ।
চৈত্র দিনের খরতাপে
বৃষ্টি ভেজা মন,
দুঃখ দিনের সুখের পরশ
তুমিই আপন জন।
কবির কাব্যে পাঠক সেজে
গানের নিমন্ত্রণে,
মন ভেজাবো বকুল তলায়
গন্ধ মাখা ধ্যানে!
হাঁটতে গিয়ে হোঁচট খেয়েও
ভালোবাসার পথে,
সাহস করে ধরা দিও
নির্জনতার রথে।
মেরিল্যান্ড, এপ্রিল ১৬,২০২৪