রোদের দিনে হাতে ছাতা
কিংবা মাথায় টুপি,
তৃষ্ণা মেটায় বোতল পানি
বলছি চুপি চুপি।
এইসব কথা সবাই জানে
নতুন কিছু নয়,
এসি রুমে হিট অফিসার
হাত নাড়িয়া কয়!
গরম থেকে রক্ষা পাবে?
উপায় একটা আছে,
বৃক্ষ রোপন হোক না শুরু
ঠান্ডা পাবে গাছে।
বৃক্ষ নিধন বন্ধ কর
বৃক্ষ খাদক দল,
বৃক্ষ দিবে প্রাণের বায়ু
বৃক্ষ দিবে জল।
মেরিল্যান্ড, এপ্রিল ২৩,২০২৪