হলুদের বসন্ত, বসন্তের পালে হাওয়া,
কে বা যায় ঐ হলুদের গাঁয়?
কবিতার ক্যানভাসে আঁকা মেঠো পথে
এক চিলতে হাসি, চোখের কাজলে মুগ্ধতা
খোলা চুলে দক্ষিণা হাওয়া উড়ে বলে,
'আমি মুক্ত পাখির ভোরের গান। '
ঘাটের কুটিরে থরে থরে হলুদ বেলা,
তিলে তিলে গড়া সুখের স্বপ্ন
জমে থাকা ভাঁজে রোমাঞ্চিত গন্ধ,
না বলা হাজার কবিতার পংতিমালা,
একদিন উড়াবে শব্দের ঝংকার
ফাগুন বসন্তের গানে।
উইপোকারা থাবা হাকার আঁচলের পড়তে-
বসন্তের দৃঢ় প্রত্যয়ে উইপোকারা
মিশে যায় ঘৃণার আস্তাকুড়ে।
আজ, বসন্তে সাজবে হলুদ,
মাথায় ফুলেল মুকুট,
কণ্ঠে রবির গান,
'আহা আজি এ বসন্তে-'
ফেব্রুয়ারী, ১৩,২০১৮