ভাষা আমার, আশা আমার
হোক না দেশ-বিদেশে,
বর্ণ আমার স্বর্ণ মাখা
বুকের মধ্যে হেসে।

একুশ তোমায় কোটি সালাম
সালাম বাংলা মাকে,
বাংলা বর্ণ ছড়িয়ে দিবো,
সারা বিশ্বে এঁকে।

ফেব্রুয়ারী ২০, ২০১৮