অস্ত্র হয়ে গেছে ধর্মের বাহন,
ধর্মের নামে ধর্মান্ধতা, বিবেকের ভিতরে দোজখ
নির্বাসিত পবিত্র গ্রন্থ, অসহায় খোদার দরবার,
অস্ত্র হাতে একদল নির্বোধ বন্ধ্যা ধার্মিক
চেতনার ভিতরে হানে আঘাত!
এই আমার দেশ, এই আমার বিজয়ের ফসল !
একদল শিক্ষিত বিবেক বন্ধ্যা
দেয় হাততালি, জিন্দাবাদে কাঁপায় ফেসবুক,
মৃত্যু ক্ষুধায় মৌলবাদের হুংকারে
দেশের ভিতরে আঁকে রক্তাক্ত বিবেকের ছবি।
অস্ত্র যদি হয় ধর্মের বাহন!
মৃত্যু যদি হয় স্বর্গের চাবি!
তবে এসো হে বন্ধ্যা ধার্মিক-
কবির কলমে বিদ্ধ করি তোমায়।
মার্চ ৫, ২০১৮