বলছে ওরা নেচে গেয়ে
হাতে ধরা চাপাতি,
শোকের দিনে ডিজে নাচে
আহারে বৈষম্য বয়াতি!
লাল সবুজের পতাকা লয়ে
হাতে-মাথায় শোভা পায়,
কিসের নেশায় স্কুল পালিয়ে
দে দে বলে গলা ফাটায়!
আন্দোলনের ফাঁক-ফোঁকরে
করিম-রহিম দিলো যোগ,
পরের রক্তে হোলি খেলে
দলের নাম দিচ্ছে ভোগ!
সাঙ্গ হলো রক্ত-হোলি
নরম গদি। দেখায় খেল,
সবুর করো বঞ্চিতরা
তোমার মাথায় ভাঙবে বেল।
মেরিল্যান্ড আগস্ট ১৭/২০২৪