নীল আকাশে, সবুজ ঘাসে, রঙে রঙিন মেলায়
বৈশাখী সাজে, হৃয়য়ে বাজে, ভাসি খুশির ভেলায়।
বৈশাখ, বৈশাখ রাতের তারায় তারায়।
১. দিগন্ত জুড়ে ফুলে-ফসলে বাতাসে আগমনি
কৃষকের মুখে হাসির রেখায় শুনি আশার বাণী।।
ঘরে ঘরে আজ উৎসব-মিলনে নতুন দিনের গানে
বাঁশির সুরে জেগে উঠেছে বৈশাখ প্রাণে প্রাণে।।
২. দিনের শেষে মেলায় এসে মুড়কি-মোয়ার টানে,
হাল খাতায়,বটের ছায়ায় পান্তা ইলিশের ঘ্রাণে ।।
ঢাকের তালে উল্লাসিত মন নতুন দিনে
এসো বৈশাখ এসো এই শুভ লগনে।।
মেরিল্যান্ড/মার্চ/১৯/২৫