শৈশব ছিল যৌবন ছিল
ছিল ভালোবাসা,
ঐক্য ছিল, সাহস ছিল
বুকে ছিল আশা।
সময় চলে বছর ঘুরে
মনের ভিতর জং,
পাল্টে গেছে বন্ধু-স্বজন
বদলে গেছে রং!
লাভ কি বল পদ ও পদে
হিসাব-নিকাশ শেষে?
দিনের অন্তে যেতেই হবে
এক জমিনের মিশে!
মেরিল্যান্ড এপ্রিল ২, ২০২৪