মেঘের গাঁয়ে বসত বাড়ী
শূন্যে ভাসা ঘর,
অমানিশার বিহঙ্গ কায়ায়
ভীষণ প্রেমের জ্বর!
বিভাবরী কিরন মেখে
দ্রুপদ মিশ্রলয়ে,
রবি রাগের সুরের মেলায়
চন্দ্রমুখী জয়ে।
প্রসূন মধুর গন্ধে মাতাল
পরাগ মাখা মুখ,
দৈব ক্রমে ভোরের আলোয়
শিশির ভেজা সুখ।
মেরিল্যান্ড এপ্রিল ১৩, ২০২৪