পরামর্শদাতা হাজার বন্ধু
কাজের বেলায় নাই,
সুখে আসবে, দুঃখের দিনে
বলবে যে গুডবাই!
বিশ্বাস করে সব বলোনা
আগলে রেখো মনে,
আশ্বাস ভেঙে করতে ক্ষতি
আসবে ওরা ক্ষণে।
নিজের যত্ন নিজেই করো
আপন কেহ নহে,
আসছি একা, যাবো একা,
গুরু জনে কহে।
মেরিল্যান্ড ২৩ মার্চ ২০২৪