বুক পকেটে খোলা খামে, তোমায় নিমন্ত্রণ,
আমার দেশে, আমার পাশে, তোমার প্রয়োজন।
লাল সবুজে আসমান-জমিন, শিশির ভেজা ঘাস,
পদ্মা পাড়ে, নতুন আলোয় একটি দীর্ঘশ্বাস।
বর্ণমালার কেতন উড়ে,আমার ভাষার মাস,
বক্ষ মাঝে উল্লোসিত, বাংলা বর্ণের বাস।
জেগে থাকা ভাষা দিবস, প্রবাস তীরে ঢেউ,
দিকে দিকে জয়োল্লাসে, বিশ্ব জয়ের কেউ!
একুশ এলেই মাতৃভাষা, একুশ এলেই গান,
একুশ এলেই তপ্ত রোদে, সজীব কচি প্রাণ।
রক্তে কেনা বাংলা ভাষা, বিশ্ব জয়ের রথে,
প্রজন্ম হতে প্রজন্মান্ত, থাকবে-থাকুক গেঁথে।