চাওয়ার এতো কিইবা আছে
পাওয়ার আছেই কি?
বুকের ভিতর দুঃখগুলোর
ছবি এঁকেছি!

চাওয়া-পাওয়ার যোগ-বিয়োগে
শুধুই শূন্যতা,
যাদুময়ী কণ্ঠ তোমার
কেন  বিষন্নতা?

কণ্ঠ রবে, দেহ যাবে
থাকবে পড়ে সব,
দোষের ভিতর খুশি খোঁজ
শিল্পী-কুশীলব!