গাজা ইস্যু, লক্ষ শিশু, বিশ্ব নেতাগণ,
বোমাবাজ দস্যু, হয়না কিছু,
কোথা হে সচেতন জনগণ?
বুকে চাপা কান্না, খাবে কে রান্না?
পুড়ে যায়, ক্ষয়ে যায় মন
বলে রাম সন্না, ধরে গেছে ঘেন্না,
সাড়া জাগে অনু-বিক্ষণ।
পাপে ভরা পৃথিবী, শয়তানের শাসানী,
পুণ্যের আজ নির্বাসন,
শিশুটির বুকে আজ, রক্তের নব সাজ,
মৃত কলমের পাশে মাছি ভন ভন!
০৭/২৯/২০১৪