দেশটা চালায়, কোন সে হালায়?
নব্য পাকিস্তানী,
মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম
তাই তো সবই জানি।

সাতই মার্চের গর্জে ওঠা
মুজিব-বজ্রধ্বনি,
সবুজ জমিন আমার হবে
চলছে কানাকানি।

যুদ্ধ হলো শহীদ হলো
পালায় পাকি দলে,
বীজটা কিন্তু গেছে রেখে
নানান ছলে-কলে।

বীজটা এখন বড় হয়ে
পিতার খোঁজে ঘুরেন,
চব্বিশ সালে পিতা-পুত্র
বলে দেশটা ছাড়েন!

মেরিল্যান্ড, অক্টোবর ১৭/২৪