শেষ বিকেলের আকাশ ছিল
মেঘে-রোদের আলপনায়,
বাতাস তুলির জল ছবিটা
হৃদ মাঝারে কল্পনায়।
রাতের তারায় আলো-আঁধার
নিবু নিবু যন্ত্রনায়,
ঝিঁঝি পোকার সুর লহরী
বাঁধন খোলা সীমানায়।
ভোরের আলোয় কত কথা
পাখি ডাকা নিমন্ত্রণ,
পায়ের ওপর শিশির পরশ
থমকে থাকে দেহ-মন।
কাব্য খাতা-চায়ের কাপে
একটি দিনের গল্প হোক,
সবুজ বনের শ্বাস-প্রশ্বাসে
চির তরুণ নতুন ত্বক।
মেরিল্যান্ড জুন ৭,২০২৪