বাল্টিমোরের কাছেই ছিল
আমার ছোট্ট বাড়ি,
গাছের শাখায় পাখির গলা
মিষ্টি ছিল ভারী!
ভরা নদীর শীতল জলে
রৌদ্র গায়ে মেখে,
জীবন ছবির রং তুলিতে
নানান আঁকা শিখে।
গাইতে জানে, নাচতে জানে
বাংলা বলে বেশ,
ভিন্ন দেশের হৃদয় পটে
যেন, ছোট্ট বাংলাদেশ।
পাখী এখন ব্যস্ত ভীষণ
পড়াশোনার চাপ,
বাস্তবতার সিঁড়ি বেয়ে
চলুক ধাপে ধাপ।
মেরিল্যান্ড, জুন ৬,২০২৪