আকাশ তুমি মেঘের কোলে হেসে
হৃদয় নীল জোয়ারে  আছো মিশে।
যাব হারিয়ে দু'জনে ভালোবেসে।

বাতাস সুরে সুরে রোজ বলে কথা,
পরশ পরশে তুমি রয়েছো হৃদয়ে গাঁথা।
বৃষ্টির নদী-জলে এসো তব করি স্নান,
আনন্দ হাসি গানে মিশে আছে দুটি প্রাণ।

পাখি ডাকা ভোরে রুপালি রোদেলা হাসি,
মৌমাছি কানে বলে তোমায় ভালোবাসি।
জোছনা মাখা চাঁদের হাসি ভরা পূর্ণিমায়,
ফুল-বনে ভ্রমর সেজে গাইব নিলিমায়।

মেরিল্যান্ড মে ২২, ২০২৪