আয়না আছে ঘরে ঘরে
বউ ধরেছে বায়না,
কিনতে হবে, আনতে হবে
মেড-ইন কিন্তু চায়না।

পুবাইল নতুন বাজার থেকে
যেই না দিলাম অর্ডার,
তাই না শুনে কইলো কেলু
আয়না ঘরে হয় মার্ডার!

আয়না ছাড়া সেলুন চলে
ম্যাক-আপ আফা কান্দে,
মাইনকার চিপায় আম জনতা
আটকে গেছে ফাঁন্দে!

হিরু আলম, সেফু দাদার
শুধুই খুঁজি দোষ,
ইট পাথরের আয়না ঘরটি
বানাইছে ইউনুস!!

ফেব্রুয়ারি/১২/২০২৫