উল্টাপাল্টা কথা বলেন
বিসিবির প্রেসিডেন্ট,
বাংলাদেশে জন্ম আমার
পাকিস্তান যামু ক্যান?
রাজাকার দল মন্ত্রী সাজে
আম জনতার তাতে কি?
একাত্তরে ওদের ছাদে
পাকিস্তান ফ্ল্যাগ উড়েনি!!!?
যাইনি চলে যাইনি ভুলে
উচিত কথায় আঁতে ঘা,
লাল-সবুজ তো ১৬ কোটি
লাল-সবুজ তো আমার মা।
দে ফিরিয়ে ৩০ লক্ষ
দে ফিরিয়ে ইজ্জ্বতের মান,
তবেই আমি বলতে পারি
"আয় যাইগ্যা পাকিস্তান।"