এখনো জ্বলে আগুন দুখের সিঁড়িতে-
রক্তাক্ত ইতিহাসের খন্ডিত পাতার ভাজে
চে গুয়েভারা, মাও সেতুং, বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন
কবিতার স্তবকে অগ্নি স্ফুলিঙ্গের প্রতিবাদ
সময়ের স্রোতধারায় বহমান অহর্নিশি।
খন্ড মিছিলে আলোক সীমানায়
স্বপ্নের পাখায় ভর করে এ প্রজন্মের সোনালী সকাল
একটি বজ্রকণ্ঠের আকুল আবেদনে
নতুন দেশ গড়ার প্রত্যয়ে।
বত্রিশ নভেম্বরের চেতনার ধারা,
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের শিরায়-উপশিরায়
লাল সবুজের রক্ত কনিকায় জন্ম নেয়
ভালোবাসার সোনার বাংলাদেশ।
আগষ্ট এলেই-
স্বপ্ন রোমন্থনে তোমার দেশের এক-
অজ্ঞাত কবির নীরব ক্রন্দনে।
--মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র