আমার এখন সকাল রোদে
শিশির ভেজা ঘাসে,
তোমার এখন দুপুর জলে
জলকেলীরা হাসে।
আমার এখন তপ্ত আলোয়
ঘামে ভেজা মনে,
তোমার এখন খোলা চুলের
মন মাতানো ঘ্রাণে।
আমার এখন ঘরে ফেরার
চায়ের কাপের ধোঁয়া,
তোমার এখন সন্ধ্যে নামার
তানপুরাতে গাওয়া।
আমার এখন নিঝুম রাতের
ঝিঝি পোকার গানে,
তোমার এখন ভোরের সুরে
ঠুমরি বাজে কানে।
মেরিল্যান্ড মার্চ ০৪/২৫